Wednesday, December 28, 2016

Mi5 vs J7

অনুগ্রহপূর্বক J7 Prime,Huawei Gr5(2017), oppo f1s নাকি Mi5 ভাল এই টাইপের পোস্ট আর না। প্লিজ...
আমি ভেবেছিলাম ১ মাস ইউজ করে মি৫ এর রিভিউ দিব,কিন্তু একমাস পর যে মি৫ এর সাথে j7 এর কম্পেরিজন লিখতে হবে সত্যি ই ভাবিনি 😂😂সিরিয়াসলি?? যেই ফোনের সাধারণ লাইট সেন্সর আর Gyroscope নাই?? যেটার সাথে রেডমি নোট থ্রি কম্পেয়ার করে রিভিউয়াররা বলে অভারল রেডমি নোট থ্রি প্রো উইনার!!
যাই হোক পোস্ট দীর্ঘ হয়ে যাচ্ছে,যাদের মনে কনফিউশন আছে,পড়তে পারেন :) আর আপনার সময় নষ্ট করে থাকলে আমি দু:খিত।
একসময় রেডমি নোট থ্রি এর দাম ছিল ২৩হাজার,মি৫ ৩৫হাজার ছিল। তখন রেডমি নোট থ্রি এর সাথে কম্পেয়ার হত j7(2016) এর। এখন মি৫ পাওয়া যায় ২০-২১ হাজারে,এখন j7 prime, J7(2016) এর কম্পেয়ার হয় মি৫ এর সাথে 😂😂😂
প্রথমে আপনি ফ্লাগশিপ আর মিড্রেঞ্জার এই দুটোর ডেফিনেশন জানুন। ফ্লাগশিপ হল একটা ব্র‍্যান্ডের বেস্ট জিনিস আর মিড্রেঞ্জার বাজেট সিরিজ।
মি৫ একটা ফ্লাগশিপ ফোন ২০১৬ এর আর j7(2016),J7prime,huawei p9 lite,huawei gr5(2017) ওরফে honor 6x এগুলা মিড্রেঞ্জার ফোন।
আমি তিনটার কম্পেরিজনে মি৫ ভাল এটা বলব না,বলব মি৫ কে এগুলোর সাথে কম্পেয়ার করাটাই বেমানান। তবুও হচ্ছে, কারণ বাংলাদেশে মি৫ এর দাম হটাৎ করে কমে যাওয়া(যেখানে ইন্ডিয়ায় এখনও ২২হাজার রুপি,বাংলাদেশে ২০হাজার টাকা!!) আর samsung Huawei এর অত্যধিক দাম। যেই GR5(2017) নিয়ে এত লাফালাফি আপনি জানেন কি চায়নায় এই ফোনের দাম বাংলাদেশি টাকায় ১২হাজার টাকা। এটা আপনাকে বিক্রি করা হচ্ছে ২২হাজারে,সাকিব আল হাসানের এড গিলিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে সাথে।
কেন মি৫ অনেকটা এগিয়ে-
১.স্ন্যাপড্রাগন ৮২০,এড্রেনো ৫৩০-
স্ন্যাপড্রাগনের ওয়ান অফ দ্যা গ্রেটেস্ট প্রসেসর পাচ্ছেন। যেটা স্যামসাং ইউজ করেছে তার ''S'' সিরিজে। আর জিপিইউ এড্রেনো ৫৩০ এখনও পর্যন্ত লেটেস্ট এন্ড গ্রেটেস্ট জিপিউ যে কোন এনড্রয়েডের জন্য।
প্রসেসরের ওপর শুধু আপনার ফোনের স্পীড ডিপেন্ড করে না, ফোনের হিটিং,ব্যাটারী ব্যাক আপ এমনকি ক্যামেরাও ডিপেন্ডেড।
Huawei আর স্যামসাং দুটোতেই ইউজ করা হয়েছে মিড্রেঞ্জের প্রসেসর।
আপনি মানেন আর না মানেন রেডমি নোট থ্রি প্রো এর প্রসেসরও এই দুইটার থেকে ব্যাটার( ইয়্যুটিউব ঘাটুন,বুঝতে পারবেন)।
অপ্পোর প্রসেসরের অবস্থা সবচেয়ে জঘন্য এগুলোর মধ্যে। ২৪হাজার টাকার ফোনে কিভাবে এত সস্তার মিডিয়াটেক প্রসেসর দেয় মাথায় আসেনা।
মি৫এর Antutu Score S7 edge থেকেও বেশি ছিল। আসুন একটু দেখা যাক-
Antutu Scores-
Mi5(3/32)-110k+
GR5 2017- 60k+
J7 PRIME- 50k
Oppo F1s- 40k
Redmi note 3(12-14k price)- 75k score.
আমার মনে হয় না আর কিছু বলার দরকার আছে।
২। স্ন্যাপড্রাগন ৮২০ এর ওয়াইফাই ট্রাই ব্যান্ড(৩টা ব্যান্ড) যেখানে মিড্রেঞ্জার গুলো ডুয়েল ব্যান্ড। এটা আমি নিজে এক্সপেরিয়েন্স করেছি,মি৫ এর ওয়াইফাই স্পীড খুবই ভাল এবং ক্যাচ আপ করার ক্ষমতাও বেশি। আমি আমার রুম পার হয়েও দুই রুম পরেও ওয়াইফাই পাচ্ছি,যেখানে আমার ফ্রেন্ডের j7(2015) পাচ্ছে না।
৩। গেমিং-
রেডমি নোট থ্রি প্রো ও j7 prime,Gr5(2017),f1s থেকে ব্যাটার গেমিং পারফর্মেন্স দিবে। আমি মি৫ পর্যন্ত আর গেলাম না।
৪. ফাস্ট চার্জিং-
QCOM - Q.C.3 সাপোর্টেড এখানে একমাত্র মি৫ ই।
যদি চার্জার কিনে নিতে পারেন ৩০মিনিটে ৮৩%চার্জ করতে পারবেনন ফোন। বক্সের সাথের চার্জার দিয়ে ১ঘন্টায় ৮০%+ চার্জ করতে পারবেন। :) বেস্ট ফিচার এটা।
৫। ডিসপ্লে- Oppo F1s এর অবস্থা সবচেয়ে খারাপ। ৭২০p ডিসপ্লে পাচ্ছেন ২৪হাজার টাকা দিয়ে 😂😂
J7 prime,Gr5 (2017),mi5 তিনটাতেই Ips LcD Full Hd পাচ্ছেন। মি৫ এর ডিসপ্লে ফার ব্যাটার বাকিগুলো থেকে।
কেন??
৯৫% Color NSTC gamut. কালার স্যাচুরেশন অনেক ভাল ডিসপ্লের,একুরেট।
16 lED light ইউজ করা হয়েছে - আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ব্রাইটেস্ট ডিসপ্লে,শাওমির মতে ব্রাইটনেস বাড়ালেও কালার,কনট্রাস্ট ঠিক ঠাক রাখতে সক্ষম।
আর সবচেয়ে ভাল লাগা হল LCD হওয়ার পরেও ডিসপ্লে ব্লাকটা অলমোস্ট (পুরোপুরি না) এমোলেডের মত ব্লাকই থেকে যাচ্ছে। বলতে পারেন একসাথে এলসিডির ব্রাইটনেস ফিচার আর কিছুটা এমোলেডের ফিচার একসাথে পাচ্ছেন।
৬।ডিজাইন-
পার্সোনাল চয়েজ।এটাতেও মি৫ কে এগিয়ে রাখব। অনেক বেশি প্রিমিয়াম। তবে GR5(2017) এর ডিজাইনটাও ভাল লেগেছে।
৭।লাস্ট এন্ড মোস্ট ইম্পোর্টেন্ট-
#ক্যামেরা-
অনেকেই GR5(2017) এর ডুয়েল ক্যামেরা শুনে গলে গিয়েছেন। হুমম অবশ্যই ভাল হবে ক্যামেরা,কিন্তু মি৫ থেকে ভাল??
মি৫ এর ক্যামেরা সেন্সর Sony Imx 298. GALAXY S7 - Sony Imx 260. আমি বলতেছি না মি৫ এর ক্যামেরা S7 এর মত। S7 অনেক ব্যাটার ।
কিন্তু তবুও ডেলাইটে কাছাকাছি বলা যায়।
তাছাড়া 4axis OIS থাকায় ভিডিও অনেক স্টেবল। স্টেবিলিটি হুয়ায়ে পি৯ থেকেও ভাল। যেটা J7 prime,j7+2016, gr5 2016, f1s আর কোথাও পাচ্ছেন না।
F1S এর থেকে মি৫ এর ব্যাক ক্যামেরা ব্যাটার,নিজের পরিক্ষীত। তবে gr5(2017) এর সাথে কোন কম্পেরিজন পাই নি। ডুয়েল ক্যামেরা, ১২ আর ২মেগাপিক্সেল। ২মেগাপিক্সেল কতটুকু কাজের,নাকি মার্কেটিং এর জন্য ইউজ করেছে জাস্ট সেটাই দেখার বিষয়। আমি আশাবাদী, ভাল হবে।
কিন্তু ১২হাজারের ফোনে কতটুকু ভাল ক্যামেরা দেওয়া সম্ভব!! সময়ই বলে দিবে। আর J7 prime,j72016 এগুলো থেকে মি৫ এর ব্যাক ক্যামেরা যে অনেক ব্যাটার হবে তাতে সন্দেহ নাই।
ফ্রন্ট ক্যামেরায় আসি। এবার অপ্পো ফ্যানবয়রা একটু নেড়েচড়ে বসবেন।
সরি টু সে দ্যাট। ১৬মেগাপিক্সেল ক্যামেরায় চেহারা অনেক ফর্সা আসে,কিন্তু সাথে ব্যাকগ্রাউন্ড ও ফর্সা হয়ে যায় :p আমি রুমে দুটো কম্পেয়ার করার সময় খেয়াল করলাম এত সাদা ছবি যে আমার উপরের সিলিং ফ্যান যে আছে ক্যামেরা সেটাকে ক্যাপচারই করতে পারছে না। তবে মেগাপিক্সেল বেশি,জুম করে ডিটেলস বেশি পাওয়া যায় :)
মি৫ এর ফ্রন্ট ক্যামেরা ৪মেগাপিক্সেল। পিক্সেল সাইজ ২মাইক্রণ (সাধারণ ফোনগুলোতে ১.২/১.৩ এরকম হয়) যাকে আলট্রাপিক্সেল বলা হয়,বড় পিক্সেল সাইজ হওয়ায় লাইট ক্যাপচার করার ক্ষমতা অনেক বেশি,লোলাইটে অনেক ব্যাটার পারফর্মেন্স পাওয়া যায়। তবে J7 prime,gr5(2017) এর ও ফ্রন্ট ক্যামেরা ভালই হওয়ার কথা।
এবার আসি লাস্ট কথায়,কেন মি৫ এর সাথে কম্পেয়ার করা হচ্ছে এগুলোর।
আপনার চোখে ভাসতেছে মি৫ এর র‍্যাম ৩জিবি,Gr5(2017),J7 prime এর র‍্যামও তিন জিবি। কিন্তু আপনি সেটা জানেন না mi5 er 3GB ram LPDDR4 ram, আর বাকিগুলোর LPDDR3.
আপনি দেখবেন স্টোরেজ দুটোর ই ৩২জিবি।কিন্তু মি৫ এর UFS 2.0 storage,fast.

আপনি দেখবেন অপ্পোর শোরুমে f1s এর নিচে লেখা Octacore প্রসেসর। তারা কোনদিন বলবে না,এইটা মিডিয়াটেকের নিম্নমানের প্রসেসর। আর মি৫ তো কোয়াড কোর :p
আপনি দেখবেন মি৫ এর ফ্রন্ট ক্যামেরা ৪ মেগাপিক্সেল,বাকিগুলোর ৮ বা ১৬ বিশ্বাস করতে কষ্ট হবে এই ৪মেগাপিক্সেল ওয়ানপ্লাস থ্রি এর ৮ মেগাপিক্সেল থেকেও ব্যাটার।
আপনি দেখবেন সোনম কাপুর,হৃত্তিক রওশন কিংবা সাকিব আল হাসানের এড :p আর বলবেন ব্র‍্যান্ড তো ব্র‍্যান্ডই। কিন্তু ওই সোনম কাপুরকে যেই টাকাটা দিচ্ছে তার কিছু অংশ যে আপনার পকেট থেকেই যাচ্ছে তা বুঝবেন না।
সবশেষে আপনি ফ্লাগশিপের সাথে মিড্রেঞ্জারের কম্পেয়ারিং করবেন। কয়েকজন আবার অন্ধের মত এগুলায় সাজেস্ট করবে।
আর আমি বলব,যদি আপনার ওয়ারেন্টি নিয়ে কোন ইস্যু না থাকে মি৫ নিন,অথবা নেক্সাস ৫এক্স নিন অথবা Motorola Moto G4 plus দেখতে পারেন ভাল ব্যাক ক্যামেরার জন্য।
আর যদি ওয়ারেন্টি নিয়ে ভয় থাকে তাহলে যা ইচ্ছা নিন। কিন্তু মি৫ কে J7 এর সাথে কম্পেয়ার করা বন্ধ করুন।